Ticker

6/চাকরির খবর/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি | আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারী ১৫, ২০২৫

নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারী ১৫, ২০২৫

বেসরকারী সংস্থা বুরো বাংলাদেশ-এর চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেয়া হবে। সকল প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।

পদ
শিক্ষাগত যোগ্যতা
পরীক্ষার ফলাফল
অভিজ্ঞতা
বেতন ও ভাতা
বয়স
শিক্ষানবীশকাল
স্থায়ীকরণের
পর
সহকারী শাখা ব্যবস্থাপক (গ্রেড-১২)
নিম্নে উল্লেখিত বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী:
হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান
সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তদুর্ধ্ব মানের ডিগ্রীধারী হতে হবে। তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে
৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ।
প্রযোজ্য নহে
৩৭,০০০/-
৪১,১৭০/-
সর্বোচ্চ ৩৫ বছর

আবেদনের শর্তাবলী:

  • যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
  • লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে সংশ্লিষ্টদের ‘SMS’ এর মাধ্যমে জানানো হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।
  • লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়মানুযায়ী সংস্থার  ‘Foundation Training’-এর আংশিক প্রশিক্ষণ খরচ (অফেরতযোগ্য) প্রদান করে Training করতে হবে। সফলভাবে Training সমাপ্তির পর সংস্থার নিয়মানুযায়ী নির্ধারিত অংকের জামানত (ফেরতযোগ্য) প্রদান এবং একজন দায়িত্বশীল পারিবারিক সম্পর্কের ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
  • লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলি, শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। প্রদত্ত তথ্যে গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে।
  • পূর্বে অত্র প্রতিষ্ঠানে চাকুরী করেছেন (যে কোন পদে) এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই।
  • বাংলাদেশ-এর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

বেতনভাতা  অন্যান্য সুবিধাদি:

  • অস্থায়ী নিয়োগের তারিখ হতে ০৩ মাস শিক্ষানবিশকাল হিসাবে বিবেচিত হবে। ০৩ মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও ০৩ মাস সময় দেয়া হবে। শিক্ষনবিশকাল শেষে চাকুরী স্থায়ীকরণের পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকুরীতে স্থায়ীকরণ করা হবে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে চাকুরীর অবসান হবে।
  • সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ী ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চভাতাসহ সংস্থার চাকুরীবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
  • শাখাসমূহে পুরুষ/মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ