পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 

১। পদের নাম: কর্মসূচী ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ১০ বছরের অভিজ্ঞতা, শাখা পরিচালনার অভিজ্ঞতা।
মাসিক বেতন: ৬৫,৫১২/- (শিক্ষানবিশকাল: ৬ মাস), স্থায়ীকরণ পর ৭১,৫২৮/- (মোবাইল ভাতাসহ)
বয়স: সর্বোচ্চ ৪৮ বছর

২। পদের নাম: ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ৭ বছরের অভিজ্ঞতা, ৪টি শাখা পরিচালনা
মাসিক বেতন: ৫১,৫৯২/- (শিক্ষানবিশকাল: ৬ মাস), স্থায়ীকরণ পর ৫৬,৩৯৮/- (মোবাইল ভাতাসহ )
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

৩। পদের নাম: ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ৭ বছরের অভিজ্ঞতা, ৪টি শাখা পরিচালনা
মাসিক বেতন: ৫১,৫৯২/- (শিক্ষানবিশকাল: ৬ মাস), স্থায়ীকরণ পর ৫৬,৩৯৮/- (মোবাইল ভাতাসহ )
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

৪। পদের নাম: শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ২ বছরের অভিজ্ঞতা
মাসিক বেতন: ৪৩,১৮০/- (শিক্ষানবিশকাল: ৬ মাস)
বয়স: সর্বোচ্চ ৪২ বছর

৫। পদের নাম: মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
অভিজ্ঞতা: অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
মাসিক বেতন: ১৮,১৭৬/- (শিক্ষানবিশকাল: ৬ মাস), স্থায়ীকরণ পর ২৩,২৯৪/- (মোবাইল ভাতাসহ)
বয়স: ২৫-৩৫ বছর

৬। পদের নাম: মাঠ সহকারী (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
অভিজ্ঞতা: অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
মাসিক বেতন: ১৮,১৭৬/- (শিক্ষানবিশকাল: ৬ মাস), স্থায়ীকরণ পর ২৩,২৯৪/- (মোবাইল ভাতাসহ)
বয়স: ২৫-৩৫ বছর

পপি এনজিও নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ ও অভিজ্ঞতার সনদপত্র, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র (পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে), বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (১, ২ ও ৩ নং পদের জন্য), ২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির (যাদের মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর আবেদনপত্রসহ আগামী ২৮/০২/২০২৫ তারিখের মধ্যে বরাবর, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭, ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে প্রেরণ করতে হবে ।

আবেদনের শেষ সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।