খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

খতিয়ান নম্বর জানা না থাকলে দাগ নম্বর কিংবা জমির মালিকের নাম দিয়ে অনুসন্ধান করতে পারবেন।এক্ষেত্রে খতিয়ান অনুসন্ধান লেখায় ক্লিক করতে হবে।


খতিয়ান অনুসন্ধান করতে ওপেন করতে হবে dlrms.land.gov.bd অথবা ekhatian মোবাইল অ্যাপ্লিকেশন। এর পরে খতিয়ান অপশনটি বাছাই করে নিতে হবে। এরপরে যথাক্রমে খতিয়ানের বিভিন্ন তথ্য টাইপ করতে হবে এবং খুজুন লেখায় ক্লিক করলে খতিয়ান ও দাগের বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যাবে।

বিদ্রঃ ওয়েবসাইট কিংবা অ্যাপের মধ্যে কোন খতিয়ানের তথ্য যদি খুঁজে না পাওয়া যায় সে ক্ষেত্রে উপজেলা ভূমি অফিস কিংবা বিভাগীয় অথবা আঞ্চলিক ভূমি অফিসগুলোতে যোগাযোগ করে দেখতে হবে।

ই পর্চা খতিয়ান অনুসন্ধান – DLRMS.LAND.BD

আপনি প্রথমে কি ধরনের খতিয়ান/পর্চা অনুসন্ধান করতে চান তা বাছাই করে নিতে হবে। এজন্য প্রথমে ভূম মন্ত্রণালয়ের DLRMS ওয়েবসাইট প্রবেশ করে আপনার কাঙ্খিত অপশনটি সিলেক্ট করুন। ধাপে ধাপে নিচে পদ্ধতি দেওয়া হলঃ

  • প্রথমে ভিজিট করুন ভূমি তথ্য বাতায়ন DLRMS ওয়েবসাইট
  • এর পরে খতিয়ান সিলেক্ট করুন- সার্ভে কিংবা নামজারি
  • অতঃপর ধারণা অনুযায়ী প্রথমে বিভাগ> জেলা> উপজেলা
  • তারপরে খতিয়ান/পর্চা এর ধরন সিলেক্ট করুন
  • মৌজা অনুসন্ধান করুন
  • খতিয়ান নম্বর টাইপ অথবা সিলেকশন করুন
  • অথবা অধিকতার অনুসন্ধান থেকে দাগ নম্বর দিয়ে খুঁজুন

আপনি যেই ধরনের পর্চা অনুসন্ধান করতে চান অর্থাৎ বি এস,  সি এস, বি আর এস, আর এস, এস এস, ইত্যাদি যেকোনো ধরনের পর্চা অনুসন্ধান করতে চান সে ক্ষেত্রে সঠিক পর্চা নাম সিলেক্ট করে দিতে হবে

তারপর আপনারা দাগ নং অথবা খতিয়ান নং অথবা মালিকানা নাম দিয়ে সার্ভে বা নামজারি খতিয়ান খুঁজে দেখতে পারবেন। পরবর্তীতে “খুঁজুন” বাটনে ক্লিক করলে আপনাদের দাগ নং ও মালিকানা নাম ইত্যাদি তথ্য দেখা যাবে। আপনি চাইলে এখানে খতিয়ান আবেদন অপশনে ক্লিক করলে সার্টিফাইড খতিয়ান কপি ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র ১০০ টাকা প্রদানের মাধ্যমে।